মগবাজার রেললাইনে আটকে গেল বাস, প্রাণে বাঁচলেন যাত্রীরা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

রাজধানীর মগবাজার রেলগেটে রেললাইনের ওপর আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস আটকে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত অল্পের জন্য রক্ষা পান বাসের অর্ধশতাধিক যাত্রী।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তৌকির আহমেদ নামে এক ব্যক্তির শেয়ার করা ভিডিওতে পুরো ঘটনাটি দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারগামী বাসটি রেললাইনে ওঠার পর হঠাৎ আটকে যায়। চালক অনেক চেষ্টা করেও বাসটি সামনের দিকে বা পেছনে নিতে পারছিলেন না। ঠিক সেই সময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ব্রডগেজ ট্রেন আসতে শুরু করে।

বাস আটকে থাকায় রেলগেটের গেটকিপার সময়মতো রেলগেট নামাতে পারেননি। তিনি বাঁশিতে ফুঁ দিয়ে আশপাশের মানুষকে সতর্ক করতে থাকেন। আতঙ্কে যাত্রীরা বাসের জানালা দিয়ে লাফিয়ে নামতে থাকেন। কিছু যাত্রী নেমে পড়লেও বাকিরা অপেক্ষায় ছিলেন। এক পর্যায়ে চালক কোনোভাবে বাসটি পেছনে সরিয়ে নিতে সক্ষম হন।

মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ট্রেনটি রেলগেট অতিক্রম করে। ভাগ্যক্রমে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।

Nagad