চবির অপহৃত ৫ শিক্ষার্থী উদ্ধার: পিসিপির দাবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চবি শাখা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত পিসিপি সদস্য রিশন চাকমাসহ পাঁচ শিক্ষার্থীকে অপহরণকারীরা স্থানীয়দের তীব্র প্রতিক্রিয়ার মুখে কয়েক দফায় মুক্তি দিয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।


উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন—আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অলড্রিন ত্রিপুরা ও মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের লংঙি স্রো। তারা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পিসিপি চবি শাখার সভাপতি অন্বেষ চাকমা বলেন, “আমরা অপহরণের খবর গণমাধ্যমে তুলে ধরেছিলাম। এখন বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছি, শিক্ষার্থীরা উদ্ধার হয়েছে এবং তারা বর্তমানে আত্মীয়-স্বজনদের বাসায় অবস্থান করছে।”
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিঝু উৎসব থেকে ফেরার পথে পাঁচ শিক্ষার্থী ও এক টমটম চালক অপহরণের শিকার হন। অভিযোগ রয়েছে, এই ঘটনার সঙ্গে পার্বত্য শান্তিচুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) জড়িত ছিল।