শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ট্রাইব্যুনালে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে অভিযোগের শুনানি শেষে ট্রাইব্যুনাল আদালত রুল জারি করে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, “২২৬টি মামলা হয়েছে মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি”— শেখ হাসিনার এমন একটি অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ পাওয়া গেছে।

তিনি বলেন, অডিও রেকর্ডটিতে বিচারকাজে হস্তক্ষেপ এবং হুমকির ইঙ্গিত রয়েছে বলে রাষ্ট্রপক্ষ মনে করে।

এর আগে প্রসিকিউশন টিম আদালতকে জানিয়েছিল, শেখ হাসিনার বিতর্কিত অডিও রেকর্ড তারা সংগ্রহ করেছে। পরে ট্রাইব্যুনাল তা ফরেনসিক পরীক্ষার নির্দেশ দেয়।

এই রেকর্ডের ভিত্তিতেই আদালত অবমাননার অভিযোগ আনা হয় এবং শুনানি শেষে রুল জারি করে ট্রাইব্যুনাল।

Nagad