ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি পাকিস্তানের
সিন্ধু পানি চুক্তি স্থগিত করায় ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটি অন্তত তিনটি আইনি বিকল্প নিয়ে কাজ করছে, যার মধ্যে চুক্তির মধ্যস্থতাকারী বিশ্বব্যাংকের কাছে বিষয়টি উত্থাপন করাও রয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানের আইন ও বিচার প্রতিমন্ত্রী আকিল মালিক। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।


তিনি জানান, ইসলামাবাদ স্থায়ী সালিশি আদালত কিংবা হেগের আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে। পাকিস্তান মনে করছে, ভারত ১৯৬৯ সালের ‘ভিয়েনা কনভেনশন অন দ্য ল’ অব ট্রিটিজ’ লঙ্ঘন করেছে।
আকিল মালিক বলেন, ‘আইনি কৌশল নির্ধারণ প্রায় শেষ পর্যায়ে। একাধিক আইনি পথ অনুসরণ করা হতে পারে।’
সম্প্রতি জম্মু ও কাশ্মীরে (আইআইওজেকে) সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। নয়াদিল্লি বলেছে, “সীমান্ত পেরিয়ে সন্ত্রাসে পাকিস্তানের সমর্থন বন্ধ না হওয়া পর্যন্ত” চুক্তি স্থগিত থাকবে। তবে ইসলামাবাদ ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
এই প্রেক্ষিতে পাকিস্তান ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত এবং ভারতীয় এয়ারলাইন্সের জন্য আকাশসীমা বন্ধ করেছে।
প্রতিমন্ত্রী মালিক আরও জানান, বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলেও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার কূটনৈতিক পথ খোলা রয়েছে।
দুই দেশের কর্মকর্তারা একমত যে, ভারত তাত্ক্ষণিকভাবে পানিপ্রবাহ বন্ধ করতে পারবে না। কারণ, চুক্তি অনুযায়ী ভারত শুধুমাত্র জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে পারে। পাকিস্তানের জন্য নির্ধারিত তিনটি নদীতে বাঁধ বা জলাধার নির্মাণের অনুমতি নেই।