প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের কার্যক্রমে প্রতারণার আশঙ্কায় গ্রাহকদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, মিটার স্থাপন বা জরিপ কার্যক্রমের নামে কোনো ব্যক্তি আর্থিক লেনদেন দাবি করলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ সতর্কতা জারি করে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাকৃতিক গ্যাসের সাশ্রয়ী ও দক্ষ ব্যবহারের জন্য এবং গ্রাহকসেবার মান উন্নয়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট এলাকায় ইতোমধ্যে ৪ লাখ ২০ হাজার প্রিপেইড গ্যাস মিটার স্থাপন করা হয়েছে। গ্রাহকদের চাহিদা ও জনপ্রিয়তা বিবেচনায় আরও ১১ লাখ স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের জন্য একটি নতুন প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পে অর্থায়ন করছে সরকার, বিশ্বব্যাংক ও তিতাস গ্যাস।
এই প্রকল্পটি বাস্তবায়ন হবে ঢাকা উত্তর, গাজীপুর ও ময়মনসিংহ আঞ্চলিক বিপণন বিভাগের আওতাভুক্ত এলাকাগুলোতে।
তিতাস জানিয়েছে, প্রিপেইড মিটার স্থাপনের জন্য গ্রাহককে এককালীন কোনো অর্থ পরিশোধ করতে হবে না। শুধুমাত্র ব্যবহারের ভিত্তিতে প্রতি মাসে রিচার্জের মাধ্যমে নির্ধারিত মিটার ভাড়া পরিশোধ করতে হবে।
তবে অভ্যন্তরীণ গ্যাস লাইন সংক্রান্ত কোনো চাবি, ভালভ বা সরঞ্জাম পরিবর্তনের প্রয়োজন হলে তা গ্রাহককেই সরবরাহ করতে হবে। আর যেকোনো মেরামত বা রক্ষণাবেক্ষণ কাজ তিতাসের অনুমোদিত ঠিকাদার দ্বারা করতে হবে এবং এর ব্যয়ভারও গ্রাহককেই বহন করতে হবে।
এছাড়া প্রকল্পের আওতায় ৩০ জুন পর্যন্ত নিয়োগপ্রাপ্ত পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গ্রাহকের বাসায় গিয়ে নমুনা জরিপ চালাবেন। এই সময় প্রতিনিধিদের পরিচয়পত্র যাচাই করে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।