রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের হাইকোর্টে জামিন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।

আদালতে চিন্ময়ের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।

আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, হাইকোর্টের জামিন আদেশের ফলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই।

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট চিন্ময়ের জামিন প্রশ্নে রুল জারি করেন। এতে জানতে চাওয়া হয়, কেন তাকে জামিন দেওয়া হবে না।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময়ের নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর, ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। মামলায় চিন্ময়সহ ১৯ জনকে আসামি করা হয়।

Nagad

এরপর ২২ নভেম্বর রংপুরে আরও একটি সমাবেশের আয়োজন করেন চিন্ময়। ওই মামলার পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

ওই দিন আদালত চত্বরে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে আইনজীবী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই কারাগারে ছিলেন চিন্ময়।

চলতি বছরের ২ জানুয়ারি তার জামিন আবেদন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত খারিজ করে দেন। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।