মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ বাবার

গাজীপুর সংবাদদাতা:গাজীপুর সংবাদদাতা:
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন এক পিতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (২৫) ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘাতক মোহাম্মদ আলী আব্দুর রশিদের ছেলে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, আনোয়ারকে কয়েক বছর আগে মালয়েশিয়ায় পাঠানো হয়েছিল কর্মসংস্থানের জন্য। সেখান থেকে ফিরে সে মাদকাসক্ত হয়ে পড়ে। একাধিকবার নিরাময় কেন্দ্রে চিকিৎসার পর ফের মালয়েশিয়ায় পাঠানো হলেও বছরখানেক আগে দেশে ফিরে আর কোনো কাজ করত না। বাবার জমানো ৮ লাখ টাকা খরচ করে ফেলার পর আবারও টাকা চাওয়ায় বাবা-ছেলের মধ্যে বিরোধ তৈরি হয়।

সম্প্রতি বাবার অজান্তে পুকুরের মাছ বিক্রি করে দিলে সম্পর্ক আরও খারাপ হয়। মঙ্গলবার বিকেলে আনোয়ার বাবার গোয়ালঘরের ১১টি গরুকে পিটিয়ে আহত করে। বাধা দিতে গেলে বাবাকেও মারধর করে।

পরে রাতে ঘুমন্ত অবস্থায় আনোয়ারকে কুপিয়ে হত্যা করেন মোহাম্মদ আলী এবং নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Nagad