বিটিআরসির অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ, আটক ১

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫

অবৈধ ও অনুমোদনবিহীন ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অভিযান চালিয়েছে। গত ২৫ এপ্রিল রাজধানীর হাজারীবাগ থানার বাড্ডানগর লেন এলাকায় বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের একটি পরিদর্শক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ২৫টি অবৈধ সিমবক্স, বিভিন্ন মোবাইল অপারেটরের ১,৫৪৭টি সিমকার্ড, ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত দুটি ল্যাপটপ এবং কিছু রাউটার জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ অনুযায়ী হাজারীবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, অবৈধ ভিওআইপি কার্যক্রম পরিচালনা, সরঞ্জামাদি বিক্রয় ও বিপণনের বিরুদ্ধে কমিশনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি অবৈধ ভিওআইপি কার্যক্রমে জড়িতদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে বিটিআরসি।