রিয়াজ, চঞ্চল ও মামুনুর রশীদসহ ১৪ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, মে ২, ২০২৫

রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেতা রিয়াজ, চঞ্চল চৌধুরী ও মামুনুর রশীদসহ ১৪ জন শিল্পী।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত মামলার অভিযোগটি আমলে নিয়ে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এর আগে ২০ মার্চ এম এ হাশেম রাজু নামের একজন ব্যক্তি মামলার আবেদন করেন। আদালত তখন বাদীর জবানবন্দি রেকর্ড করে শাহবাগ থানায় এ বিষয়ে কোনো মামলা রয়েছে কি না, সে তথ্য চেয়ে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট ওসিকে নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়ে ইন্টারকন্টিনেন্টালের সামনে গেলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা মিছিলে হামলা চালায়। অভিযোগপত্রে দাবি করা হয়, হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ এবং মারধরের ঘটনা ঘটে, যার ফলে এক আন্দোলনকারীর ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়।

মামলায় যেসব শিল্পী আসামি হয়েছেন তারা হলেন—অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান এবং ফেরদৌস।

এছাড়া মামলায় সাংবাদিক মুন্নী সাহা, সন্তোষ শর্মা, অধ্যাপক জাফর ইকবাল, ড. মুনতাসির মামুন, সাবেক ভিসি মীজানুর রহমানসহ শিক্ষক, সাংবাদিক ও গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার এবং লাকি আক্তারের নামও রয়েছে।

Nagad

উল্লেখ্য, এর আগেও গত বছরের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আরও ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে রাজধানীর ভাটারা এলাকায় আরেকটি হত্যাচেষ্টা মামলা হয়।