জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়ালৎসকে সরিয়ে দিলেন ট্রাম্প, দায়িত্বে রুবিও
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) স্থানীয় সময় হোয়াইট হাউসে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ওয়ালৎস আমাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কঠোর পরিশ্রম করেছেন। আমি তাকে জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে মনোনীত করব।’
সম্প্রতি একটি নিরাপত্তা বিষয়ক গ্রুপ চ্যাটে ওয়ালৎস ভুলক্রমে এক সাংবাদিককে যুক্ত করেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। যদিও সে সময় তাকে বরখাস্ত করা হয়নি, তবে তার অবস্থান দুর্বল হয়ে পড়ে।
এদিকে ওয়ালৎসের ঘনিষ্ঠ সহকারী ও এশিয়া বিশেষজ্ঞ অ্যালেক্স ওংও শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়া সংক্রান্ত বিষয়ে কাজ করেছেন।
উল্লেখযোগ্যভাবে, রুবিওর আগে একসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন হেনরি কিসিঞ্জার, ১৯৭০-এর দশকে।