জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপিকে বিএনপির চিঠি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মে ২, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি দিয়েছে দলটি।

৩০ এপ্রিল এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত চিঠিটি পুলিশের সদর দপ্তরে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে আগামী ৪ মে লন্ডন থেকে দেশে ফিরবেন। তার সঙ্গে থাকবেন ডা. জোবাইদা রহমানও। দেশে ফিরে তিনি ধানমন্ডিস্থ পিতার বাসায় অবস্থান করবেন।

চিঠিতে উল্লেখ করা হয়, “জিয়া পরিবারের সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী হিসেবে ডা. জোবাইদা রহমানের জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এ কারণে তার ঢাকাস্থ বাসায় অবস্থানকালীন এবং যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হচ্ছে।”

বিএনপির পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সেগুলো হলো: ১. একজন সশস্ত্র গানম্যান নিয়োগ, ২. গাড়িসহ পুলিশ প্রটেকশন, ৩. বাসায় পুলিশ পাহারা, ৪. বাসায় আর্চওয়ে স্থাপন।

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন জোবাইদা রহমান। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে তার বিবাহ হয়।

Nagad