বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে আনল গ্রামবাসী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মে ২, ২০২৫

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ৩২১ মেইন পিলার ও ১১ সাব পিলারের কাছ থেকে বাংলাদেশে প্রবেশ করে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ধরে নিয়ে যাওয়া কৃষকরা হলেন—কারুলিয়া পাড়ার বাসিন্দা মাসুদ ও এনামুল। শুক্রবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ৮ নম্বর ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম।

এ ঘটনার পরপরই ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতিবাদ জানাতে সীমান্তে জড়ো হন এবং ওই সময় বাংলাদেশ সীমানায় ধান কাটতে থাকা দুই ভারতীয় নাগরিক—থিলিপ টুডু ও অভিন্নেশ টুডু—কে আটক করেন। তারা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অনন্তপুর এলাকার বাসিন্দা।

আটক ভারতীয় নাগরিকদের বর্তমানে এনায়েতপুর বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। ইউপি চেয়ারম্যান নুর ইসলাম জানিয়েছেন, বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিকদের পারস্পরিকভাবে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কারুলিয়া পাড়ার গ্রামবাসীরা বিজিবির সঙ্গে একত্রিত হয়ে সীমান্তে অবস্থান করছেন।

Nagad