ফেব্রুয়ারি থেকে এপ্রিলে নির্বাচন হওয়া উচিত: জামায়াত আমির

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, মে ৩, ২০২৫

দেশের আবহাওয়া ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামী ফেব্রুয়ারি কিংবা এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩ মে) ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জেলা ও মহানগর আমিরদের সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি—ফেব্রুয়ারি মাস, রোজার আগ মুহূর্ত পর্যন্ত। তবে যদি এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার ও বিচার কার্যক্রম দৃশ্যমান না হয়, তাহলে সর্বোচ্চ এপ্রিল মাসের মধ্যেই নির্বাচন হওয়া উচিত।’

জামায়াত আমির বলেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকতা ও অংশীজনদের সহযোগিতা থাকলে সরকারের ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব।

তিনি আরও বলেন, ‘২০১১ সালের পর এবারই আমরা সম্মেলনে একত্রিত হতে পেরেছি। ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার দেশে বিরোধী মত, বিশেষ করে ইসলামপন্থিদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। এর মধ্যে বিডিআর বিদ্রোহে সেনা হত্যাকাণ্ড, ২০১৩ সালে শাপলা চত্বর গণহত্যা এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ঘটনা উল্লেখযোগ্য।’

তিনি জানান, ৫ আগস্টের পর দেশে কার্যত কোনো সরকার ছিল না। সেই সময় দলের নেতাকর্মীদের ধৈর্য ও শান্ত থাকার আহ্বান জানানো হয়েছিল, যা তারা মেনে চলেছে। ‘আমরা আইন হাতে তুলে নিইনি, আইনি পথেই প্রতিকার চেয়েছি,’ বলেন তিনি।

Nagad

বন্যা পরিস্থিতিতে জামায়াতের ত্রাণ কার্যক্রম এবং অমুসলিমদের বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় দলীয় স্বেচ্ছাসেবকদের ভূমিকার কথাও তুলে ধরেন জামায়াত আমির।

তিনি বলেন, ‘দেশে কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করছে জামায়াত। ১৫ বছরের শাসনামলে যারা হত্যা, গুম, অর্থপাচারসহ মানবাধিকার লঙ্ঘন করেছে—তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সরকার গঠিত হয়েছে জন-আকাঙ্ক্ষার ভিত্তিতে, তাই সরকারকে সহযোগিতা করছি; তবে সরকারের কিছু উপদেষ্টার অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।’