শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ‘শুটার বিপু’ গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মে ৩, ২০২৫

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মাহফুজুর রহমান বিপু ওরফে ‘শুটার বিপু’কে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৩ মে) দুপুরে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জুলাই অভ্যুত্থানের পর রাজধানীতে সক্রিয় হয়ে ওঠা চিহ্নিত সন্ত্রাসীদের অন্যতম বিপু। গত ৬ মার্চ রাতে রাজধানীর মগবাজারের টিঅ্যান্ডটি কলোনি এলাকায় অস্ত্রসহ অবস্থান করার সময় স্থানীয়রা তাকে ডাকাত সন্দেহে ধরে গণপিটুনি দেয়। স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে অস্ত্রধারীদের ধরতে আহ্বান জানানো হলে বিপুসহ আরও কয়েকজন গণপিটুনির শিকার হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে অনেক পলাতক শীর্ষ সন্ত্রাসী ফের ঢাকায় ফিরে আসেন। এর মধ্যে ৯০ দশকে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডে ত্রাস হিসেবে পরিচিত সুব্রত বাইনের হঠাৎ ঢাকায় আবির্ভাব ঘটে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। উল্লেখ্য, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার সুব্রত বাইনের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল।