ভুয়া কার্ড বাতিল করে টিসিবির স্মার্ট কার্ড চালু হচ্ছে: খাদ্য উপদেষ্টা
টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন স্মার্ট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ও কৃষি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এতে টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচি আরও কার্যকরভাবে পরিচালনা সম্ভব হবে বলে জানান তিনি।
শনিবার (৩ মে) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নতুন নির্মাণাধীন খাদ্য গুদাম সাইলোর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা।


তিনি বলেন, ‘টিসিবির প্রচুর ভুয়া কার্ড ছিল, সেগুলো বাতিল করা হয়েছে। নতুনভাবে স্মার্ট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কোনো জটিলতা হবে না।’
গম ও আটার মূল্যবৃদ্ধি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে বছরে গমের চাহিদা প্রায় ৭০ লাখ টন। এর মধ্যে মাত্র ১০ লাখ টন অভ্যন্তরীণভাবে উৎপাদিত হয়। বাকিটা আমদানিনির্ভর। সরকার যে পরিমাণ গম আমদানি করে, তা মূলত বিভিন্ন সংস্থার রেশনিং ও ওএমএসের মাধ্যমে বিতরণ করা হয়।’
বোরো ধানের উৎপাদন প্রসঙ্গে আলী ইমাম বলেন, ‘চলতি মৌসুমে বোরো উৎপাদন আশাতীত হয়েছে। এতে খাদ্য মজুত বাড়বে এবং টিসিবির কার্ডের আওতা বৃদ্ধি করা সম্ভব হবে।’
মিল মালিকদের মোটা চাল কেটে চিকন করার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সাইলোর কাজ সম্পর্কে তিনি বলেন, ‘বন্দরের নির্মাণাধীন সাইলো গুদামটির কাজ প্রায় শেষ। নদীপথ ও সড়কপথে সহজ সংযোগ থাকায় এটি খাদ্য সংরক্ষণের জন্য উপযুক্ত জায়গা।’
তিনি আরও বলেন, ‘চালের দাম ধীরে ধীরে সহনীয় পর্যায়ে আসছে। তবে কৃষকদের ন্যায্যমূল্যও নিশ্চিত করতে হবে। চালের দাম কমলে স্বাভাবিকভাবেই আটার দামও কমবে।’
পরিদর্শনকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, বন্দর ইউএনও মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।