এবি ব্যাংকে নেতৃত্বে পরিবর্তন, পদত্যাগ করলেন চেয়ারম্যান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মে ৪, ২০২৫

এবি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি এ সিদ্ধান্ত নেন।

ব্যাংকের একটি অভ্যন্তরীণ সূত্র জানায়, পরবর্তী চেয়ারম্যান হিসেবে সাবেক একজন ব্যবস্থাপনা পরিচালককে নিয়োগ দেওয়ার আলোচনা চলছে।

তবে ব্যারিস্টার খায়রুল আলমের পদত্যাগের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে এবি ব্যাংকের চেয়ারম্যান হন খায়রুল আলম চৌধুরী। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।