আমদানির সিদ্ধান্তে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন: মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার
বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানিনির্ভর নীতির কারণে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, উৎপাদনে জোর না দিয়ে আমদানির সিদ্ধান্ত গ্রহণ করায় স্থানীয় উৎপাদকদের চরমভাবে ক্ষতি হচ্ছে।
সোমবার (৫মে) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ‘কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলন ২০২৫’-এর প্রথম সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ফরিদা আখতার বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একাধিক ইস্যুতে মতবিরোধ রয়েছে। পণ্যে সাময়িক ঘাটতি দেখা দিলেই আমদানির দিকে ঝুঁকে পড়ে বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন আমাদের কৃষকরা।’
তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘গত বছরের অক্টোবর-নভেম্বরে ডিমের সাময়িক ঘাটতির সময় বাণিজ্য মন্ত্রণালয় আমদানির সিদ্ধান্ত নেয়। এতে দেশের খামারিরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হন।’
দেশে স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যপণ্য দিয়েই আমিষের চাহিদা পূরণ সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ‘কৃষিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে উন্মুক্ত জলাশয়ের মাছ মারা যাচ্ছে। এতে কৃষি ও মৎস্য খাতের মধ্যে সংঘাত তৈরি হচ্ছে। মাছ বাঁচাতে হলে কীটনাশক ও সার ব্যবহারে একটি সুস্পষ্ট ও যৌক্তিক নীতিমালা প্রয়োজন।’
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূইয়া, ড. জাহাঙ্গীর আলম, মুস্তাফা হায়দার, ড. এফ এইচ আনসারি, কেএসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। সম্মেলনটি সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।