২১ মে থেকে ট্রেনের ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি আগামী ২১ মে থেকে শুরু হতে পারে। বরাবরের মতো এবারও ঈদের আগে সাত দিনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করার পরিকল্পনা করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলভবন সূত্রে জানা গেছে, সম্ভাব্য ঈদুল আজহার দিন ধরা হয়েছে ৭ জুন। সে অনুযায়ী, ৩১ মে’র টিকিট বিক্রি শুরু হতে পারে ২১ মে থেকে। আর ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হতে পারে ৩০ মে, যেদিন ৮ জুনের টিকিট পাওয়া যাবে।


টিকিট প্রত্যাশীদের সুবিধার্থে এবারও ভিন্ন সময়ে দুই অঞ্চলের ট্রেনের টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে। পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি হতে পারে দুপুর ২টায়। একজন যাত্রী একবারে এক রুটে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া এসব টিকিট ফেরতযোগ্য নয়।
রেলভবনে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ইতোমধ্যেই একটি প্রাথমিক বৈঠক হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচি খুব শিগগিরই জানানো হবে।