আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, অভ্যর্থনায় প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৫

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (৬ মে) সকালে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টার দিকে তাঁর বহনকারী কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানা গেছে। তাঁর সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ—ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

গতকাল সোমবার রাতে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে রওনা দেন খালেদা জিয়া। বিদায় জানাতে সেখানে উপস্থিত ছিলেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজেই গাড়ি চালিয়ে মাকে বাসা থেকে বিমানবন্দরে নিয়ে যান।

বিমানবন্দরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পোস্টার ও ব্যানার নিয়ে ভিআইপি টার্মিনালের সামনের সড়কে জড়ো হন এবং নেত্রীকে বিদায় জানান। দোহায় যাত্রাবিরতি শেষে বিমানটি বর্তমানে ঢাকার পথে রয়েছে।

এদিকে, ঢাকায় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা। তবে এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় এনে সড়কে না দাঁড়িয়ে ফুটপাতে অবস্থান নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ অনুরোধ জানান। একইসঙ্গে সড়কে যাতে জনদুর্ভোগ না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অনুরোধ করেন তিনি।

বেগম জিয়ার আগমন উপলক্ষে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ প্রস্তুত রাখা হয়েছে। ঢাকার ৮০ নম্বর সড়কের ১ নম্বর বাড়িটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানকার বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ভেতরের সব কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সামনে সাজানো হয়েছে ফুলগাছের টব।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে বলেন, ‘বাসা পুরোপুরি প্রস্তুত আছে। বিদ্যুৎ, গ্যাস, পানির সরবরাহ, বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাজসজ্জা—কোনো কিছুই বাদ যায়নি। ম্যাডামের স্বজনরা সবকিছু তদারকি করেছেন। এখন আমরা সবাই ম্যাডামের অপেক্ষায় আছি।’

Nagad

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রথমে লন্ডনের একটি ক্লিনিকে টানা ১৭ দিন ভর্তি ছিলেন। এরপর থেকে তিনি তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন ছিলেন। এ সময় তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।