ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা দুই যুবক
ইউটিউব দেখে মোটরসাইকেল চুরির কৌশল রপ্ত করলেও বাস্তবে প্রথম চেষ্টাতেই ধরা পড়েছেন দুই যুবক। সোমবার (৫ মে) ঝিনাইদহের কালীগঞ্জ শহরের দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।
আটক যুবকরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের ফেটু মিয়ার ছেলে রাসেল হোসেন (২০) এবং আব্দুর রশিদের ছেলে মিজান হোসেন। তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিশেষ চাবি উদ্ধার করেছে পুলিশ।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি লাল রঙের মোটরসাইকেলের ঘাড়ের তালা ভাঙেন ওই দুই যুবক। পরে হাইড্রোলিক তালা ভাঙার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দুজনকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
মোটরসাইকেলের মালিক আরিফুল ইসলাম জানান, তিনি পাশেই কাজে ব্যস্ত ছিলেন। ফিরে এসে দেখেন, মোটরসাইকেলের তালা ভাঙা। পরে জানতে পারেন, স্থানীয়রা দুই যুবককে আটক করেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “স্থানীয়দের সহায়তায় দুই চোরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”