অনলাইন জুয়া নিষিদ্ধ, বাতিল হচ্ছে পুরোনো সাইবার মামলার ধারা

অনলাইনে সব ধরনের জুয়া নিষিদ্ধ করে নতুন সাইবার নিরাপত্তা আইনের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।মঙ্গলবার (৬মে) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, ‘নতুন আইনে অনলাইন জুয়াকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এটি একটি যুগোপযোগী সিদ্ধান্ত।’ আইনের খসড়াটি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে চলতি সপ্তাহেই চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

ড. আসিফ নজরুল জানান, নতুন সাইবার নিরাপত্তা আইনে আগের বিতর্কিত ৯টি ধারা বাতিল করা হয়েছে। এসব ধারায় অতীতে প্রায় ৯৫ শতাংশ মামলা হতো, যার অধিকাংশই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে অভিযোগ রয়েছে। এইসব মামলা এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে জাতির পিতা ও জাতীয় পতাকা অবমাননাসহ নানা অভিযোগে যে মামলাগুলো করা হতো, সেগুলোর ভিত্তি ধারা বাতিল করা হয়েছে।’

এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও দুটি আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘সীমানা পুনর্নির্ধারণ আইন’ এবং ‘সিভিল প্রক্রিয়াবিধি (সিপিসি)’ সংশোধনী।

আইন উপদেষ্টা জানান, সিপিসি আইনের সংশোধনের ফলে সিভিল মামলা দ্রুত নিষ্পত্তি হবে, যা বিচারপ্রক্রিয়া সহজতর করবে।

Nagad