এক সপ্তাহের মধ্যে কার্যকর হচ্ছে নতুন সাইবার আইন: আসিফ নজরুল
এক সপ্তাহের মধ্যেই দেশে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, নতুন আইনে আগের আইনের ৯টি ধারা বাদ দেওয়া হয়েছে এবং এসব ধারায় দায়ের হওয়া মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
মঙ্গলবার (৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


আসিফ নজরুল জানান, নতুন আইন কার্যকর হলে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু, জাতীয় সংগীত ও পতাকা নিয়ে বিদ্বেষ ছড়ানোসহ বিভ্রান্তিমূলক ও কুৎসামূলক প্রচারণা, আক্রমণাত্মক বা ভীতি প্রদর্শনমূলক তথ্য প্রকাশ– এসব ধারাগুলো বিলুপ্ত হবে। এসব ধারায় অতীতে সাংবাদিকসহ অনেককে হয়রানির শিকার হতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ধর্মীয় বা জাতিগত সহিংসতা, ঘৃণামূলক বক্তব্য, যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং এবং অশ্লীল কনটেন্ট সংক্রান্ত অপরাধগুলো জামিনযোগ্য করা হয়েছে। স্পিচ অফেন্স বা মতপ্রকাশজনিত অপরাধের ক্ষেত্রেও জামিন মিলবে।
নতুন আইনে সর্বোচ্চ শাস্তি দুই বছর উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা মামলা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। পাশাপাশি কোনো মামলার অভিযোগ ভিত্তিহীন মনে হলে বিচারক চার্জশিটের জন্য অপেক্ষা না করেই ২৪ ঘণ্টার মধ্যে তা বাতিল করতে পারবেন।
তিনি বলেন, সাইবার সিকিউরিটি কাউন্সিলের অধীনে কনটেন্ট অপসারণের ক্ষমতা রাখা হলেও তা আদালতের অনুমোদনের সঙ্গে সাপেক্ষ। অপসারণের ৭২ ঘণ্টার মধ্যে আদালতের অনুমতি নিতে হবে। আদালত যদি বলে কনটেন্ট অপসারণযোগ্য নয়, তবে তা পুনরায় প্রকাশ করতে হবে।
সাইবার অপরাধ রোধে আইনের প্রয়োগ যাতে উদ্দেশ্যমূলক না হয় এবং জনগণ সচেতন থাকতে পারে, সে লক্ষ্যে অপসারিত কনটেন্ট সম্পর্কে জনগণকে জানানো হবে বলেও জানান আসিফ নজরুল।