সাবেক আইজিপি শহীদুল হকসহ তিনজনকে পুনরায় জিজ্ঞাসাবাদের অনুমতি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, মে ৭, ২০২৫

রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে নয়জনকে হত্যা করার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ তিনজনকে পুনরায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৭ মে) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আদেশ অনুযায়ী—২৫ মে সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ২৭ মে সাবেক ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং ২৯ মে ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সেভ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এছাড়া, ১৪ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে, গত ৯ এপ্রিল অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে, তাদের ২১, ২২ ও ২৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল ট্রাইব্যুনাল।

জানা গেছে, এ মামলার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলাও রয়েছে।

Nagad