কাশ্মিরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে: রয়টার্স

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, মে ৭, ২০২৫

ভারতের মিসাইল হামলার পাল্টা জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। যদিও ভারতের পক্ষ থেকে এই দাবি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

তবে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, জম্মু ও কাশ্মিরে তিনটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৭ মে) স্থানীয় সরকারের চারটি পৃথক সূত্রের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানায়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সীমান্তের ওপারে ভারতের ‘সন্ত্রাসী অবকাঠামোতে’ হামলার কয়েক ঘণ্টা পরই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে।

পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, তাদের বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তিনি বলেন, সব বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করলে গুলি করে নামানো হয়।

পাকিস্তানের একাধিক নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে জিও নিউজ জানিয়েছে, ভূপাতিত বিমানের মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০।

চলমান উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর তীব্র গুলি বিনিময় চলছে, জানায় আইএসপিআর। তবে পাকিস্তান বিমান বাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে রয়েছে বলেও উল্লেখ করা হয়।

Nagad