ই-ক্যাব নির্বাচন ৩১ মে, প্রথমবারের মতো ২৭ নতুন মুখ প্রতিদ্বন্দ্বিতায়

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর ২০২৫-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ মে। এবারের নির্বাচনে মোট ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাদের মধ্যে ২৭ জনই প্রথমবারের মতো নির্বাচন করছেন। প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

ই-ক্যাবের মোট ৮৪২ সদস্যের মধ্যে এবারে ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ৫০২ জন। প্রার্থিতা জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে ২৭ এপ্রিল। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পরিচালক পদের জন্য ৩৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৩৬ জন। এতে সংগঠনটির আয় হয়েছে প্রায় ১৯ লাখ টাকা। গড় হিসেবে প্রতি প্রার্থীর বিপরীতে ১৪ জন ভোটার রয়েছেন।

আগামী ৮ মে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে, ১৫ মে পর্যন্ত থাকবে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ, আর ১৮ মে প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থীতালিকা। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান। সদস্য হিসেবে রয়েছেন একই মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ ও শাহাদাৎ হোসেন।