ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের: আইএসপিআর
ভারতীয় সেনাবাহিনী পাঠানো ২৫টি ইসরায়েলি তৈরি হারোপ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে জানায়, পাকিস্তানি বাহিনী ‘সফট-কিল’ ও ‘হার্ড-কিল’ প্রযুক্তি ব্যবহার করে এসব ড্রোন ভূপাতিত করে।
আইএসপিআরের দাবি, ৬ মে পাকিস্তানের বিমান হামলার প্রতিক্রিয়ায় ভারত ড্রোন ও যুদ্ধবিমান পাঠায় এবং এতে পাল্টা আঘাতের অংশ হিসেবে পাকিস্তান এসব ড্রোন নামিয়ে দেয়।


তবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম পাকিস্তানের দাবির ব্যাপারে ভিন্ন তথ্য দিচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়, পাকিস্তান ১২টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে, যার একটি লাহোরে সামরিক স্থাপনায় হামলা চালায় এবং এতে চার সৈন্য আহত হন।
নিউজ৯ এবং টেলিগ্রাফ ইন্ডিয়ার তথ্যমতে, পাকিস্তান করাচি ও লাহোরসহ বিভিন্ন স্থানে ১২টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে এবং সেগুলোর ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে।
এদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভারতীয় হামলায় ৩১ জন নিহত হওয়ার পর পাকিস্তান প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর তীব্র গোলাগুলি চলছে।
তবে ভারতীয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে চলমান উত্তেজনায় দক্ষিণ এশিয়ায় উদ্বেগ বাড়ছে।