শাহবাগ ছাড়া অন্য কোথাও ব্লকেড নয়: হাসনাত
গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১০ মে) বিকেল ৩টায় এই কর্মসূচি পালিত হবে। একইসঙ্গে দেশের প্রতিটি জেলা ও উপজেলায়ও সমাবেশ আয়োজনের আহ্বান জানানো হয়েছে।
তবে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্ট—যেমন মিরপুর, বাড্ডা, রামপুরা, সায়েন্সল্যাবসহ বিভিন্ন সড়ক ও মহাসড়কে কোনো ধরনের ব্লকেড না দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।


শুক্রবার (৮মে) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েতে ব্লকেড দেবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড নয়, ব্লকেড খুলে দিন।’
এর আগে একই রাতেই শাহবাগ থেকে গণজমায়েতের ঘোষণা দেন তিনি। বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সহযোগী নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত এবং জুলাই ঘোষণাপত্রের তিন দফা দাবি বাস্তবায়নে আন্দোলন অব্যাহত থাকবে।’
এদিকে, একই রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে সারাদেশ থেকে ঢাকামুখী পুনরায় মার্চের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লিখেছেন, ‘শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে—এটাই প্রত্যাশা।’
তিনি আরও দাবি করেন, ‘ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই ব্লকেড চলছে। দ্রুত সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকামুখী মার্চ করবে।’
অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা লিখেছেন, দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হই।