আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

শনিবার (১০ মে) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সংশোধিত আইনে ট্রাইব্যুনাল এখন কোনো রাজনৈতিক দল, অঙ্গসংগঠন বা সংশ্লিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

আইন উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত দেশের সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা সাইবার স্পেসেও প্রযোজ্য হবে।’

তিনি আরও জানান, এ বিষয়ে আনুষ্ঠানিক পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করা হবে।

Nagad