বাংলাদেশে একটি রিপাবলিক তৈরির চেষ্টা চলছে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মে ১১, ২০২৫

বাংলাদেশে একটি রিপাবলিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি এবং রাজনৈতিক বিশ্লেষক ড. আলী রীয়াজ।

রবিবার (১১ মে) দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত দফা প্রস্তাবনার ওপর ভিত্তি করে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলী রীয়াজ বলেন, ‘বাংলাদেশে একটি রিপাবলিক তৈরির চেষ্টা চলছে। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি দায়বদ্ধতা থেকে নতুন রাষ্ট্র গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে শুধুমাত্র বর্তমান বাস্তবতা বিবেচনায় রেখে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘বিদ্যমান সংবিধানেই শেখ হাসিনার শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কোনো প্রতিবন্ধকতা ছিল না। বরং এই সংবিধানের মাধ্যমেই স্বৈরতন্ত্র কায়েম করা সম্ভব হয়েছে।’

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগের একচ্ছত্র কর্তৃত্ব বজায় থাকবে, ততক্ষণ দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’

দ্বিকক্ষবিশিষ্ট সংসদের বিষয়ে মত প্রকাশ করে ড. রীয়াজ বলেন, ‘সংসদের উচ্চকক্ষের কাজ হবে শুধু নিম্নকক্ষকে মনিটর করা। উচ্চকক্ষকে যদি অধিক ক্ষমতা দেওয়া হয়, তবে তা নিম্নকক্ষের সঙ্গে সাংঘর্ষিক সম্পর্ক তৈরি করতে পারে।’

Nagad