পুলিশের হাতে ‘মারণাস্ত্র’ থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মে ১২, ২০২৫

পুলিশের কাছে আর চাইনিজ রাইফেল, সাব-মেশিন গান বা ৯ এমএম পিস্তলের মতো প্রাণঘাতী অস্ত্র (‘মারণাস্ত্র’) রাখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এসব অস্ত্র কেবলমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে থাকবে। পুলিশ বাহিনীর সদস্যদের কাছ থেকে এসব মারণাস্ত্র জমা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না। তাদের কাছে থাকা অস্ত্রগুলো জমা দিতে হবে। এ ধরনের অস্ত্র থাকবে শুধু এপিবিএনের কাছে। কারণ তাদের কাজ সাধারণ পুলিশের চেয়ে ভিন্ন।’

তবে তিনি জানান, পুলিশের কাছে রাইফেল থাকবে, মারণাস্ত্র নয়।

সিদ্ধান্তটি কবে থেকে কার্যকর হবে জানতে চাইলে তিনি বলেন, আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। পুলিশের মারণাস্ত্র প্রত্যাহারসহ নানা বিষয় খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টা খোদা বখস চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

সভা শেষে উপদেষ্টা আরও জানান, আসন্ন ঈদুল আযহার আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘যারা বেতনের জন্য উপযুক্ত, তাদের ঈদের আগেই বেতন দিতে হবে। বৈধ দাবি আদায়ে আন্দোলন করা স্বাভাবিক, কিন্তু অবৈধ দাবিতে রাস্তায় নামলে তাদের জায়গা দেওয়া হবে না।’

Nagad

এছাড়া সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তিনি জানান, ভারত থেকে কিছু মানুষ বাংলাদেশে পুশইন করা হচ্ছে। এদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের নাগরিক হলেও কিছু ‘অন্যান্য’ও রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র না রাখার দাবি উঠে। এমনকি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ডিসি সম্মেলনেও একাধিক ডিসি এ ধরনের অস্ত্র তুলে নেওয়ার সুপারিশ করেছিলেন।