প্রজ্ঞাপন জারি: সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ নিষিদ্ধ
সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চলের চারপাশের ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ বা প্রকল্প গ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর ক্ষমতাবলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সোমবার (১২ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।


এর আগে গত ২১ এপ্রিল সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নির্বাহী কমিটির ১৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসিএ এলাকার ভেতরে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনের লক্ষ্যে পরিকল্পিত ও পরিবেশবান্ধব কার্যক্রম নেওয়া যাবে। তবে নতুন শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প গ্রহণ করা যাবে না।
সুন্দরবনের চারপাশে ইসিএ হিসেবে ঘোষিত এলাকায় পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে এ সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে মন্ত্রণালয়।