দাবি না মানা পর্যন্ত একচুল সরবো না: জবি শিক্ষক সমিতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে একচুলও সরা হবে না। শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা দল-মত নির্বিশেষে আন্দোলনে একাত্ম হয়েছেন।
শুক্রবার (১৬ মে) কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবে অবহেলিত ও বঞ্চিত। এই বৈষম্য নিরসনের আন্দোলনে পেছনে ফেরার আর কোনো সুযোগ নেই। আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার যদি হুমকি দেয় কিংবা শক্তি প্রয়োগের চেষ্টা করে, তা রুখে দেওয়া হবে। আন্দোলন শুধু কাকরাইলেই সীমাবদ্ধ থাকবে না, কোথায় গড়াবে, তা কেউ জানে না।’
সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘আমার শিক্ষার্থীরা তিন দিন ধরে খোলা আকাশের নিচে আন্দোলন করছে। কিন্তু এখনো কোনো কার্যকর সমাধান আসেনি। অথচ চাইলে প্রথম দিনেই এটি সমাধান করা যেত।’
তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন আরেকটি বৃহৎ জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত হতে পারে।’
শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করা।
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট ছাড়াই অনুমোদন করা।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প একনেক সভায় অনুমোদন করে তা অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা।
প্রসঙ্গত, গত বুধবার (১৪ মে) চার দফা দাবিতে জবি শিক্ষার্থীরা পদযাত্রা শুরু করলে কাকরাইল মোড়ে পুলিশ টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও গরম পানি নিক্ষেপ করে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন।