২৮তম লা লিগা শিরোপা বার্সেলোনার ঘরে
লা লিগার চলতি মৌসুমে শিরোপা জয়ের পথে অনেক আগেই এগিয়ে ছিল বার্সেলোনা। তবে অপেক্ষাটা আর বাড়াতে চায়নি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। দুই ম্যাচ হাতে রেখেই ২৮তম লা লিগা শিরোপা ঘরে তুলেছে কাতালান ক্লাবটি।
বৃহস্পতিবার রাতে এস্পানিওলের মাঠে ২-০ গোলে জিতে শিরোপা নিশ্চিত করে বার্সা। ম্যাচের নায়ক ১৭ বছর বয়সি লামিন ইয়ামাল, যিনি দুর্দান্ত বাঁকানো শটে বার্সাকে এগিয়ে দেন। পরে ইনজুরি সময়ে তার পাস থেকেই দ্বিতীয় গোলটি করেন ফারমিন লোপেজ।


রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে থেকে লিগের চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। তবে ম্যাচের প্রথমার্ধে অপ্রত্যাশিত একটি ঘটনায় কিছুক্ষণ খেলা বন্ধ ছিল—মাঠের বাইরে একটি গাড়ি ভক্তদের ওপর উঠে গেলে আহত হন অন্তত ১৩ জন, যাদের মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হয়। কারও অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে।
ম্যাচের ৫৩তম মিনিটে ইয়ামাল তার চলতি মৌসুমের ১৭তম গোলটি করেন। ম্যাচের শেষ দিকে এস্পানিওলের ডিফেন্ডার লিয়ান্দ্রো ক্যাবরে ইয়ামালকে ফাউল করে লাল কার্ড দেখেন।
এই শিরোপার মাধ্যমে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক তার প্রথম মৌসুমেই ঘরোয়া ট্রফির হ্যাটট্রিক পূর্ণ করলেন। আগেই কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছে তার দল। চলতি মৌসুমে চারটি এল ক্লাসিকোর সবকটিতেই জয় পেয়েছে বার্সেলোনা।
ম্যাচ শেষে হ্যান্সি ফ্লিক বলেন, “বার্সায় তোমাকে ট্রফি জিততেই হবে। আমরা সবসময় ইতিবাচক থেকেছি এবং জানুয়ারির সুপার কাপ জয়ে আত্মবিশ্বাস পেয়েছি। খেলোয়াড়দের নিজেদের সেরা অবস্থানে যেতে দেখা ছিল দারুণ।”
উল্লেখ্য, চ্যাম্পিয়নস লিগেও সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল বার্সা, তবে সেখানে তারা ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নেয়।
ম্যাচ শেষে উদযাপনের সময় কিছুটা উত্তেজনা তৈরি হয়, এবং মাঠকর্মীরা স্প্রিংকলার চালু করে অতিথি দলকে মাঠ ছাড়তে বাধ্য করেন। দুই বছর আগেও এই মাঠেই এমন ঘটনা ঘটেছিল। শুক্রবার নিজ শহরে একটি খোলা বাসের প্যারেড করবে বার্সেলোনা এবং রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে আনুষ্ঠানিকভাবে ট্রফি গ্রহণ করবে দলটি।