১৭ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৮০৪ কোটি টাকা
চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৬১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার ৮০৪ কোটি ১০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)। রোববার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মে মাসের এই সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ৯৬ কোটি ২৭ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটি ৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর শাখা থেকে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলার।


ব্যাংকভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে—২৭ কোটি ৭৮ লাখ ডলার। এরপর রয়েছে অগ্রণী ব্যাংক, যার মাধ্যমে এসেছে ২৩ কোটি ১১ লাখ ডলার। তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটি ৯ লাখ ডলার। জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ১২ কোটি ৭৯ লাখ ডলার এবং ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৩০ লাখ ডলার।