পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ভারতে ইউটিউবার গ্রেপ্তার
ভারতের হরিয়ানা রাজ্যের হিসার জেলা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জ্যোতি মালহোত্রা নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জ্যোতি ‘TravelwithJo’ নামের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল পরিচালনা করতেন।
রোববার (১৮ মে) এনডিটিভির খবরে বলা হয়, ভারতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জ্যোতি মালহোত্রার সঙ্গে পাকিস্তান হাইকমিশনের কয়েকজন কর্মকর্তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তিনি ভারতের বিভিন্ন সংবেদনশীল তথ্য পাচার করতেন বলে অভিযোগ উঠেছে।


হিসার জেলার পুলিশ সুপার শশাঙ্ক কুমার বলেন, “এই ঘটনা প্রমাণ করে যে আধুনিক যুদ্ধ আর সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তাকেও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে।”
পুলিশ আরও জানায়, মালহোত্রা এর আগে একাধিকবার পাকিস্তান সফর করেছেন এবং সেখান থেকে ফিরে চীনেও ভ্রমণ করেন। তার জীবনযাপন, বারবার বিদেশ ভ্রমণ ও আর্থিক লেনদেন তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। সন্দেহজনক এসব লেনদেন এখন তদন্তের আওতায় আনা হয়েছে।
জ্যোতির বাবা হরিশ মালহোত্রা অভিযোগ করেন, তার মেয়েকে ফাঁসানো হচ্ছে। তিনি আইএএনএসকে বলেন, “সে (জ্যোতি) আমাকে বলেছে কিছুই ভুল করেনি। শুক্রবার সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, পরে রাতেই পুলিশ তাকে বাড়িতে ফিরিয়ে এনে জিনিসপত্র বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। তখনই জানি তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
এদিকে, ওড়িশা পুলিশও পুরীভিত্তিক এক ইউটিউবারের সঙ্গে মালহোত্রার সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগেও হরিয়ানায় পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গত ১২ মে রাজ্যের খালসা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র দেবেন্দ্র সিং ধিলোন এবং পানিপথ থেকে ২৪ বছর বয়সী নওমান এলাহী নামের এক যুবককে একই অভিযোগে আটক করা হয়।