মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দ দুর্নীতি মামলা বাতিল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

সাংবাদিকদের জন্য প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২১ মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সহযোগিতায় ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

২০০৬ সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে রাজধানীর মিরপুর-৮ নম্বরে সাত একর জমির একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ উঠে, বরাদ্দটি নিয়ম বহির্ভূতভাবে দেওয়া হয়েছে।

এ ঘটনায় ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় মামলা করে দুদক। অভিযুক্তদের মধ্যে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তিন কর্মকর্তা। পরে তদন্তে আজহারুল হককে বাদ দিয়ে মির্জা আব্বাস ও বিজন কান্তি সরকারের নাম অন্তর্ভুক্ত করা হয়।

২০১৫ সালের ১২ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান। এরপর ২০১৭ সালের ২০ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৪ মির্জা আব্বাসসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

Nagad

তবে হাইকোর্টের রায়ে সেই মামলা এখন বাতিল হলো।