যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৪

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৩১ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহতসহ চারজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ মে) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।

তিনি জানান, হানিফ ফ্লাইওভার থেকে দুর্বৃত্তরা ককটেল সাদৃশ্য বস্তু ছুড়ে মারলে পার্ক এলাকায় তা বিস্ফোরিত হয়। এতে চার-পাঁচজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে।