আজ খোলা সরকারি অফিস ও ব্যাংক
সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (২৪ মে) খোলা রয়েছে সব সরকারি অফিস ও ব্যাংক। ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির বিনিময়ে এই কর্মদিবস ধার্য করা হয়েছে।
ব্যাংকে আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন হবে। সরকারি অফিস খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।


ঈদে টানা ১০ দিনের ছুটির অংশ হিসেবে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এর বদলে ১৭ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ দুই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, এবং বেসরকারি অফিস খোলা থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।