সাবেক বিমানবাহিনী প্রধান হান্নান ও পরিবারের ৩৮টি ব্যাংক হিসাব জব্দ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম ও পুত্র শেখ লাবিব হান্নানের নামে থাকা মোট ৩৮টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এসব হিসাবগুলোতে বর্তমানে মোট জমা রয়েছে ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৩২২ টাকা।

শনিবার (২৪ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে এ সংক্রান্ত আবেদন করেন কমিশনের উপ-পরিচালক মো. তানজির হাসিব সরকার।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক এই বিমানবাহিনী প্রধানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট একটি টিম গঠন করেছে দুদক।

দুদক আরও জানায়, অনুসন্ধান চলাকালে দেখা গেছে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা তাদের স্বার্থসংশ্লিষ্ট স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা গোপনের চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে এসব সম্পদ জব্দ না করলে ভবিষ্যতে তা পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে।

তাই জরুরি ভিত্তিতে তাদের স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের প্রয়োজনীয়তা উল্লেখ করে দুদক আদালতে আবেদন জানায়, যা আদালত গ্রহণ করে জব্দাদেশ দেন।

Nagad