ফের অনন্ত জলিলের কারখানায় শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ
ঢাকাই সিনেমার চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের মালিকানাধীন তৈরি পোশাক কারখানা এবি গ্রুপে ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বেতন বকেয়া ও হয়রানির অভিযোগে সাভারের হেমায়েতপুরে আজ সোমবার (২৬ মে) সকাল থেকে বিক্ষোভে নামেন শ্রমিকরা। একপর্যায়ে তারা হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন পথচারীরা।
শ্রমিকদের অভিযোগ, একাধিকবার আশ্বাস দেওয়া হলেও বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। বরং বেতন চাইলে উল্টো নানা হয়রানির শিকার হচ্ছেন তারা। ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা সকাল থেকে কারখানা ছেড়ে মহাসড়কে অবস্থান নেন।


খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। তবে শ্রমিকরা কাজে ফেরেননি, বরং কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
ঘটনার পরও এবি গ্রুপ বা অনন্ত জলিলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অতীতেও কারখানার শ্রমিকদের আন্দোলনকে অনন্ত জলিল ‘তৈরি পোশাক শিল্পকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছিলেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, শ্রমিকদের বলা হয়েছে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের পথে থাকতে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।