বটগাছের ছায়ায় বৃষ্টিভেজা ‘ইত্যাদি’ এবার ঝিনাইদহে
স্টুডিওর চার দেয়াল পেরিয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার পৌঁছে গেল দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ঝিনাইদহে। মহেশপুর উপজেলার দত্তনগরে অবস্থিত এশিয়ার বৃহত্তম কৃষি খামারের মাঠের মাঝখানে, একটি বিশাল বটগাছ ঘিরে নির্মিত হয় এবারের মঞ্চ।
অনুষ্ঠান উপলক্ষে গোটা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শুটিং হয়েছে মহেশপুরে হলেও দর্শক এসেছিলেন আশপাশের চুয়াডাঙ্গা ও যশোর থেকেও। দুপুর পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলেও বিকেলে শুরু হয় আকস্মিক কালবৈশাখী। টানা চার-পাঁচ ঘণ্টার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় শুটিং সেট, লাইট ও ক্যামেরা সরঞ্জাম। অনেক দর্শক অনুষ্ঠান না দেখেই ফিরে যেতে বাধ্য হন। পরে রাত ১২টার দিকে সীমিত সুযোগ-সুবিধায় শুরু হয় অনুষ্ঠান ধারণ, যা চলে ভোর পর্যন্ত।


এই পর্বে পরিবেশিত হয়েছে লোককবি পাগলা কানাইয়ের গান—যেখানে কণ্ঠ দিয়েছেন সেলিম চৌধুরী ও তসিবা। মনির খানের পরিবেশনা, শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে একটি নৃত্য এবং স্থানীয় ভাষায় একটি নাট্যাংশও রয়েছে।
প্রতিবেদনগুলোতে তুলে ধরা হয়েছে দত্তনগর কৃষি খামার, মানবিক সমাজকর্মী জহির রায়হান, পাহাড়ি অঞ্চলে পানিকষ্ট, বন্যপ্রাণী প্রেমী নাজমুল এবং যুক্তরাষ্ট্রের সৈকতে সমুদ্র সিংহের উপস্থিতির মতো নানা বিষয়ের চিত্র।
অভিনয়ে রয়েছেন বাবুল আহমেদ, আবদুল্লাহ রানা, আমিন আজাদ, রকি খানসহ আরও অনেকে।
‘ইত্যাদি’র এই পর্বটি প্রচারিত হবে আগামী ৩০ মে, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর, বাংলাদেশ টেলিভিশনে। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।