আদালতে অসুস্থ পরীমণি, জেরা পেছাল ৯ সেপ্টেম্বর পর্যন্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫

মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জেরার জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার (২৬ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকা এই আদেশ দেন।

সকাল ১১টা ৫ মিনিটে আদালতে উপস্থিত হন পরীমণি। তবে আদালত থেকে জানানো হয়, বিকেল সাড়ে ৩টায় জেরা অনুষ্ঠিত হবে। এর মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং শুনানিতে অংশ না নিয়েই আদালত ত্যাগ করেন। পরে তার আইনজীবী সময়ের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

২০২১ সালের ১৪ জুন সাভার থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তার বন্ধু অমি ও আরও চারজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন পরীমণি। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বোট ক্লাবে আসামিরা পরীমণির সঙ্গে অশালীন আচরণ ও হুমকি দেন এবং অমি কৌশলে তাকে ক্লাবে নিয়ে যান।

মামলার তদন্ত শেষে নাসির ও শহিদুল আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা এবং দণ্ডবিধির ৩২৩/৫০৬ ধারায় অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অমির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩০ ধারায় অভিযোগ আনা হয়।

পরে পরীমণি নিজেও আলোচনায় আসেন মাদক মামলায় গ্রেপ্তারের ঘটনায়। ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসা থেকে র‌্যাব তাকে আটক করে। এলএসডি, বিদেশি মদ ও আইস উদ্ধারের দাবি করে র‌্যাব। পরবর্তীতে তিন দফা রিমান্ড শেষে তিনি জামিনে মুক্তি পান।

Nagad