দেশের মানুষের মাথাপিছু আয় ২,৮২০ ডলার, জানাল বিবিএস
চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার (২৭ মে) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। সে হিসেবে এক বছরে আয় বেড়েছে ৮২ ডলার। ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। তবে পরবর্তী দুই অর্থবছরে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় আয় কমে আসে।


চলতি অর্থবছরে বিবিএস গড় বিনিময় হার ধরেছে প্রতি ডলার ১২০ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরে এই হার ছিল ১১১ টাকা ৬ পয়সা।
টাকার অঙ্কে ২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২২১ টাকা। আগের অর্থবছরে যা ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।
বিবিএস বলছে, মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়। দেশের মোট জাতীয় আয় (মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি এবং প্রবাসী আয়সহ) মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এ হিসাব করা হয়।
উল্লেখ্য, মাথাপিছু আয় ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরীণ আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এই হিসাব করা হয়।