বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৫.৮০ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৫৮০ কোটি ডলার, যা ২৫ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলারের সমান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে, ২২ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী সে সময় প্রকৃত (নিট) রিজার্ভ ছিল ২০ দশমিক ২৭ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, নিট রিজার্ভ নিরূপণে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বিয়োগ করা হয়, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী গণনা করা হয়।