নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন
২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়ে দেন। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সালাহউদ্দিন।


তিনি বলেন, “প্রধান উপদেষ্টা তার ভাষণে সরকারের কৃতিত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নানা বিষয় তুলে ধরলেও নির্বাচনের সময় জানিয়ে দিয়েছেন শুধু এক জায়গায়— আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।”
বিএনপি নেতা বলেন, “দীর্ঘদিন ধরে ৫০টিরও বেশি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে আসছে। আমরাও সবসময় যুক্তিসম্মতভাবে সেই দাবি উপস্থাপন করেছি। কিন্তু তা উপেক্ষা করে এমন সময়ে নির্বাচন আয়োজনের ঘোষণা এসেছে, যখন পাবলিক পরীক্ষা থাকে, আবহাওয়া অনুকূলে থাকে না এবং রমজান মাসের সম্ভাব্য তারিখও এর মধ্যে পড়ে।”
তিনি আরও বলেন, “এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে প্রচারণার সময়সীমা রমজানের মধ্যেই পড়বে। এটি অত্যন্ত অযৌক্তিক সিদ্ধান্ত।”
ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন হলে সেটি গ্রহণযোগ্য হতে পারতো উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, “দলের উচ্চ পর্যায়ে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।”
এর আগে সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।