অতি বৃষ্টি ও বন্যায় কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

অতি বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরিন। তিনি জানান, কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলামের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে এসব অঞ্চলে ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়, যা বিবেচনায় নিয়ে বোর্ড এই সিদ্ধান্ত নেয়।

১০ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল: বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান প্রথম পত্র, মানবিক বিভাগের যুক্তিবিদ্যা প্রথম পত্র।

বোর্ড সূত্র জানায়, জলাবদ্ধতা ও নদ-নদীর পানি বৃদ্ধির কারণে অনেক শিক্ষার্থী ও অভিভাবক পরীক্ষার বিষয়ে দুশ্চিন্তায় ছিলেন। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন, যা দেশের ২,৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ১০ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা চলবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।

Nagad