ডিসেম্বরে মধ্যেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
বুধবার (৯জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


তিনি জানান, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আসন্ন নির্বাচনে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এদের সবাইকে ডিসেম্বরের মধ্যেই প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
এছাড়া ভোটের নিরাপত্তা নিশ্চিতে ১৮-৩২ বছর বয়সী ভোটারদের জন্য পৃথক বুথ তৈরির সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়েছে।
প্রেস সচিব বলেন, ‘৪৭ হাজার ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ১৬ হাজার কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হতে পারে। এসব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সিসিটিভি স্থাপন এবং পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।’
তিনি বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে। তাদের কীভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য প্রস্তুত করা যায়, সে বিষয়ে আজকের নির্দেশনা এসেছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অতীতের তুলনায় এবারের নির্বাচনে নিরাপত্তা বাহিনী ৪ দিনের পরিবর্তে ৭ দিন দায়িত্ব পালন করবে। ভোটের আগের সহিংসতা ঠেকাতে এবং ভোটের পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।
প্রয়োজনে আপনি এটিতে আপনার নিউজ পোর্টালের ধরন অনুযায়ী শিরোনাম বা বুলেট পয়েন্ট যুক্ত করে নিতে পারেন। চাইলে আমি আরও সংক্ষেপ বা বিস্তারিত সংস্করণ করে দিতে পারি।