Print

সারাদিন

ডেভিল হান্ট অভিযানে আরও ৪৯২ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সেনাবাহিনী, পুলিশসহ যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডেভিল হান্ট অভিযানের আওতায় গ্রেপ্তার হওয়া ৪৯২ জন ছাড়াও অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১,২৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৫২ জন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযানের মাধ্যমে সন্ত্রাসী ও অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। ডেভিল হান্টের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।