প্রকাশিত: ৭:৩১ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহতসহ চারজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৩ মে) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।
তিনি জানান, হানিফ ফ্লাইওভার থেকে দুর্বৃত্তরা ককটেল সাদৃশ্য বস্তু ছুড়ে মারলে পার্ক এলাকায় তা বিস্ফোরিত হয়। এতে চার-পাঁচজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ওসি আরও বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে।