আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২

সফটওয়্যারের সীমাবদ্ধতায় ‘আটকে’ যাচ্ছে পাসপোর্ট

সফটওয়্যারের সীমাবদ্ধতা এবং এতে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র উঠে এসেছে পুলিশের একটি বিশেষায়িত শাখার প্রতিবেদনে।
ফরমে স্থায়ী ও বর্তমান ঠিকানার অংশে সীমিত ক্যারেক্টার থাকায় আবেদনকারী পূর্ণাঙ্গ ঠিকানা লিখতে পারেন না।
ঠিকানা খুঁজে না পেয়ে অনেক সময় পুলিশ আবেদনকারী সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন দিচ্ছে।

অনলাইনে পাসপোর্টের আবেদনের ঠিকানা লেখার জায়গায় ৯৬ ক্যারেক্টারের (অক্ষর, বিরামচিহ্ন ও দুই শব্দের মধে৵র ফাঁকা জায়গাসহ) বেশি ব্যবহারের সুযোগ নেই। এতে অনেকেই সংক্ষিপ্ত আকারে ঠিকানা লিখতে বাধ্য হন। তবে বিপত্তি বাধে আবেদনকারীর দেওয়া তথ্য যাচাইয়ের সময়। পূর্ণাঙ্গ ঠিকানা না পেয়ে পুলিশ অনেক সময়ই ‘নেতিবাচক’ প্রতিবেদন দিচ্ছে। ফলে ওই সব আবেদনকারীর পাসপোর্ট আটকে যাচ্ছে। সরকারের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সফটওয়্যারের এমন সীমাবদ্ধতা এবং এর ফলে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র উঠে এসেছে পুলিশের একটি বিশেষায়িত ইউনিটের প্রতিবেদনে। সম্প্রতি ওই প্রতিবেদন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। পুলিশের ওই ইউনিটের কর্মকর্তারা বলেন, ২০২১ সালের মার্চে সফটওয়্যার হালনাগাদ করা হয়। এরপর থেকে এ সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে আলোচনা করা হলেও সমস্যার সমাধান হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, জরুরি প্রয়োজনে আবেদন করেও পাসপোর্ট পাচ্ছেন না অনেকে। এ ছাড়া পুলিশ নেতিবাচক প্রতিবেদন দেওয়ায় পাসপোর্টের জন্য জমা দেওয়া ফি ফেরত পান না আবেদনকারীরা। এ ক্ষেত্রে কী করবেন, সে বিষয়ে ইমগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকেও কোনো দিকনির্দেশনা নেই। সূত্র: প্রথম আলো

পঞ্চগড়ে করতোয়ায় নৌকাডুবি
কান্নার জল গড়ায় করতোয়ায়
► মৃতের সংখ্যা বেড়ে ৬৮ এখনো ৪ জন নিখোঁজ দাবি প্রশাসনের
► মৃতদের মধ্যে নারী ৩০, শিশু ২১ ও পুরুষ ১৭ জন
► দিনাজপুরে নদীতে ভেসে এলো আরো ৪ মরদেহ

এখনো বাকি আছে চারজন। একে একে শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। মরদেহ দেখে কেঁদে ওঠে স্বজন। কান্নার জল গড়ায় স্বজনের ডুবে যাওয়া করতোয়ায়।পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের উদ্ধার অভিযানে পাওয়া যায় আরো ১৮ মরদেহ। দিন শেষে মৃতের সংখ্যা দাঁড়ায় ৬৮-তে। এর আগে সোমবার ২৫ জন এবং রবিবার ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষের হিসাবে মারা যাওয়া ৬৮ জনের মধ্যে নারী ৩০ জন, শিশু ২১ এবং পুরুষ ১৭ জন। এর মধ্যে দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা ১৮ জন, বোদা উপজেলার ৪৪, আটোয়ারীর দুই, ঠাকুরগাঁও সদরের তিন এবং পঞ্চগড় সদরের একজন।গতকাল যাদের মরদেহ উদ্ধার হয় তারা হলো শৈলবালা (৫১), সনেকা রানী (৫৫), হরিকিশোর (৪৫), শিন্টু বর্মণ (৩২), মহেন চন্দ্র (৩০), ভূমিকা রায় পূজা (১৫), আঁখি রানী, (১৫), সুমি রানী (৩৮), পলাশ চন্দ্র (১৫), ধৃতি রানী (১০), সজিব রায় (১০), পুতুল রানী (১৫), কবিতা রানী (৯), রত্না রানী (৪০) মলিন্দ্র নাথ বর্মণ (৫৬), মণিভূষণ বর্মণ (৪৬), মুনিকা রানী (৩৬) এবং দোলা রানী (৫)। সূত্র: কালের কণ্ঠ

করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন আজ থেকে

Nagad

করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে রাজধানীসহ সারাদেশে আবারও টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ বুধবার। কর্মসূচি চলবে ৩ অক্টোবর পর্যন্ত।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৩ অক্টোবরের পর আর প্রথম ডোজের টিকা দেওয়া হবে না। এই ক্যাম্পেইনে প্রথম জোড না পাওয়া ৩৩ লাখ ও দ্বিতীয় ডোজ না নেওয়া ৯০ লাখ মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সদস্য সচিব ডা. মো. শামসুল হক সমকালকে বলেন, এখন পর্যন্ত যাঁরা প্রথম ডোজ টিকা নেননি, তাঁদের টিকার আওতায় আনতে ছয় দিনের বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। সারাদেশে ১৫ হাজার কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা থাকছে। এই ক্যাম্পেইনের পর আর কোনো টিকার ক্যাম্পেইন হবে না। তাদের হাতে এখনও ৩ কোটি টিকা রয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় এবং বুস্টার ডোজ টিকা দেওয়া হবে। সূত্র: সমকাল

কর্মকর্তাদের অপেশাদার আচরণ
বেপরোয়া মনোভাব, অভিযোগ নাগরিকদের, বিব্রত প্রশাসন

বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে গত শুক্রবার বিকালে ফুটবলের ফাইনাল খেলা ছিল। এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মেহরুবা ইসলাম। খেলার হার-জিত নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলেও একপর্যায়ে তার সুরাহা হয়। কিন্তু ওই অনুষ্ঠানে তাদের উত্তেজিত হয়ে কথা বলাটাকে ‘অসহনশীল’ আচরণ হিসেবে ধরে নেন ইউএনও। তিনি তার বক্তব্যে উপস্থিত সবাইকে বলেন, ‘আপনারা যত দিন পর্যন্ত সহনশীল না হতে পারবেন, তত দিন ট্রফিগুলো আমানত হিসেবে থাকবে। আরেকটি ম্যাচ হলে তারপর দেব।’ ইউএনওর বক্তব্যের জবাবে উপস্থিত সবাই ‘না না’ বলতে থাকেন। এরপর তিনি বলেন, ‘যদি ট্রফি না থাকত, আমরা খেলতাম না? …আমি ট্রফিটা ভেঙে এখন খেলা শুরু করব’ বলেই তিনি ট্রফি দুটি সবার সামনে আছাড় মেরে ভেঙে ফেলেন। মাঠের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ইউএনওকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। ঘটনাটি সারা দেশের ‘টক অব দ্য কান্ট্রি’ ছিল। গতকাল মেহরুবাকে আলীকদম থেকে ঢাকা বিভাগে বদলি করতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শুধু আলীকদমই নয়, কয়েক বছরে দেশের বিভিন্ন স্থানে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের অপেশাদার বা অকর্মকর্তাসুলভ আচরণের ঘটনা ঘটেছে। সূত্র: বিডি প্রতিদিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ
জাতির আশার বাতিঘর
সংকটকে সম্ভাবনার দিকে নেওয়ার দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতায় অনন্য তিনি * সময়োপযোগী নেতৃত্ব দেশের গণ্ডি পেরিয়ে প্রশংসিত হচ্ছে বিশ্ব দরবারে

আজ ২৮ সেপ্টেম্বর, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান।বর্ণাঢ্য সংগ্রামমুখর জীবন শেখ হাসিনার। সাফল্য গাঁথা এই কর্মময় জীবন কুসমাস্তীর্ণ ছিল না, ছিল কণ্টকাপূর্ণ। মুক্তিযুদ্ধের ৯ মাস থেকেছেন গৃহবন্দি। সামরিক শাসনামলেও বেশ কয়েকবার কারানির্যাতন ভোগ ও গৃহবন্দি থাকতে হয়েছে। বারবার জীবনের ওপর ঝুঁকি এসেছে। অন্তত ২০ বার তাকে হত্যার অপচেষ্টা চালানো হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েও তিনি অসীম সাহসে লক্ষ্য অর্জনে থেকেছেন অবিচল। জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগ দিতে জন্মদিনে দেশের বাইরে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। দলীয় সভাপতির জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচির আয়োজন করেছে। দিনটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সূত্র: যুগান্তর

আইডি-পাসওয়ার্ড
বৃহৎ করপোরেটগুলোর সঙ্গে এলটিইউর অস্বস্তি

বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) আওতাধীন বড় অংকের ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোর হিসাবরক্ষণ সফটওয়্যারের ভ্যাট অংশে প্রবেশাধিকার চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এজন্য করদাতা প্রতিষ্ঠানগুলোর ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং সফটওয়্যারের আইডি-পাসওয়ার্ডও চাওয়া হয়েছিল। কর কর্মকর্তাদের এ ধরনের তথ্যে প্রবেশের সুযোগ দেয়া নিরাপদ মনে করছে না করদাতা প্রতিষ্ঠানগুলো। বিষয়টি নিয়ে সৃষ্ট উদ্বেগ প্রসঙ্গে একাধিক বৈঠকে এনবিআরের সঙ্গে করদাতা প্রতিষ্ঠানগুলোর আলোচনাও হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষই জানিয়েছে, আইডি-পাসওয়ার্ডের মতো গোপনীয় ও সংবেদনশীল তথ্য এনবিআরকে দেয়া নিয়ে বৃহৎ করদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে, যা কয়েক দফা আলোচনার পরও দূর হয়নি। বিষয়টি এখনো অমীমাংসিতই রয়ে গিয়েছে।বৃহৎ করদাতা ১১০ প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং সফটওয়্যারের আইডি-পাসওয়ার্ড চেয়ে গত ৩ আগস্ট এক আদেশ জারি করে এনবিআরের আওতাধীন এলটিইউ-ভ্যাট। এ ১১০ প্রতিষ্ঠান বছরে সম্মিলিতভাবে প্রায় ৫০ হাজার কোটি টাকার ভ্যাট পরিশোধ করে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর ১১৮ক-এ দেয়া ক্ষমতাবলে জারীকৃত এলটিইউর ওই আদেশে এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে বলা হয়, এর মধ্যে আইডি-পাসওয়ার্ড না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।এ আদেশের পরিপ্রেক্ষিতেই উভয় পক্ষের মধ্যে বড় ধরনের অস্বস্তি তৈরি হয়। এলটিইউর কর্মকর্তারা বলছেন, ওই আদেশে সাড়া দিয়ে এখন পর্যন্ত ১৬টি প্রতিষ্ঠান তাদের আইডি পাসওয়ার্ড জমা দিয়েছে। বর্তমানে ৪৩টি বৃহৎ করদাতা প্রতিষ্ঠান প্রবেশাধিকার দিতে চাইছে না। বাকি ৫১ প্রতিষ্ঠান বিভিন্ন কারণ দেখিয়ে তাদের আইডি পাসওয়ার্ড জমা দেয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছে। সূত্র: বণিক বার্তা।

বৈশ্বিক অভিঘাত মোকাবেলায় করণীয় নির্ধারণ করছে অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ব অর্থনীতির মন্থর দশা এবং ইউক্রেন যুদ্ধের অভিঘাত প্রশমনে– সময়মতো মেগা-প্রকল্পগুলির বাস্তবায়ন, উন্নয়নকাজে আরও বেশি সরকারি-বেসরকারি (পিপিপি) সম্পৃক্ততা এবং রপ্তানিকারকদের নতুন বাজার ধরতে সহযোগিতা দেওয়ার মতো বিষয়– সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। উদ্যোগ নেওয়া হচ্ছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধরে রাখতেও। এর মধ্যে রয়েছে– বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, কর প্রশাসনে সংস্কার ও সহজে ব্যবসা পরিচালনা আরও উন্নত করার লক্ষ্যে নানান পদক্ষেপ।’আর্থসামাজিক অগ্রগতি ও বাংলাদেশে সামষ্টিক-অর্থনীতির সাম্প্রতিক ঘটনাবলী’- শীর্ষক অর্থমন্ত্রণালয়ের এক প্রতিবেদন সূত্রে এসব কথা জানা গেছে। প্রতিবেদনটি প্রস্তুত করেছে মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। উচ্চ বৈশ্বিক মূল্যস্ফীতি এবং উৎপাদন সংকোচনের মতো নেতিবাচক পরিস্থিতির প্রভাব বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই খাত– রেমিট্যান্স ও রপ্তানি খাতের ওপর ছড়িয়ে পড়বে এমন শঙ্কা যখন দেখা দিয়েছে— তখনই এ পরিকল্পনা নেওয়া হলো। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

পঞ্চগড়ে নৌকাডুবি: অল্প গভীর করতোয়ায় ট্রলার ডুবে এত প্রাণহানি যেসব কারণে

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া আউলিয়া ঘাটে রোববার ট্রলার ডুবির ঘটনায় আজ মঙ্গলবারও ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিকেল পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬৮ জন। এখনো ৩০ জনের মত মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ স্বজনের খোঁজে করতোয়া নদীর দুই পাড়ে অপেক্ষা করছেন শত শত মানুষ।ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।এত প্রাণহানির কারণ কী?কারণ খুঁজতে গিয়ে বিবিসি ডুবে যাওয়া ট্রলার থেকে বেঁচে ফেরা মানুষ, স্থানীয় মানুষ, দমকল, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছে, তাতে কয়েকটি বিষয় উঠে এসেছে।প্রথম কারণ হিসেবে দেখা যাচ্ছে, ঘটনার দিন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে প্রচুর মানুষ এসেছিলেন। এর কারণ আউলিয়া ঘাটের অপর পাশেই রয়েছে প্রাচীন ঐতিহ্যবাহী বদেশ্বরী মন্দির, এবং এটি সনাতন ধর্মের একটি তীর্থস্থান হিসেবে পরিচিত।স্থানীয় মানুষেরা বলছেন, মহালয়া উপলক্ষে প্রতিবছরই বদেশ্বরী মন্দিরে অনেক বড় অনুষ্ঠান হয় এবং আশপাশের জেলাগুলো থেকে সনাতন ধর্মের ৫০ হাজারের বেশি মানুষ এ অনুষ্ঠানে জমায়েত হন। সূত্র: বিবিসি বাংলা।

কোন কোন ট্যানারি বন্ধ হবে, তালিকা হবে সংসদীয় কমিটিতে
সংসদীয় কমিটি এর আগে দূষণের দায়ে শিল্প নগরী সাময়িক বন্ধ রাখার সুপারিশ করলেও তা কার্যকর হয়নি।সাভারের চামড়া শিল্প নগরীর যেসব কারখানা পরিবেশ ছাড়পত্রের আবেদন করেনি এবং কমপ্লায়েন্স নিশ্চিত করার সম্ভাবনা নেই, সেসব ট্যানারি বন্ধের জন্য তালিকা করার সিদ্ধান্ত হয়েছে সংসদীয় কমিটির বৈঠকে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন।তিনি বলেন, “সবার সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী মাসে এসব ট্যানারির তালিকা চূড়ান্ত করা হবে।” পরিবেশ মন্ত্রণালয় ছাড়াও শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে। সাভারের চামড়াশিল্প নগরীতে দৈনিক ৪০ হাজার ঘনমিটার বর্জ্য তৈরি হয়, যেখানে বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা রয়েছে ২৫ হাজার ঘন মিটার। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কোনো ব্যবস্থাও সেখানে নেই। সূত্র: বিডি নিউজ

‘সোনার বাংলা প্রতিষ্ঠার নবতর সংগ্রামের কাণ্ডারি শেখ হাসিনা’

‘জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা প্রতিষ্ঠার নবতর সংগ্রামের কাণ্ডারি। স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আর বঙ্গবন্ধুর আদর্শের সবশেষ ঠিকানা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মর্যাদা যেভাবে বেড়েছে, নাগরিক মানের যেভাবে উন্নয়ন ঘটেছে এবং বিশ্ব দরবারে যেভাবে পরিচিতি পেয়েছে, তা রীতিমতো মিরাকেল বলে মনে করি।’ বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগের দফতর বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।আজ ২৮ সেপ্টেম্বর। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির জনকের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।১৫ আগস্ট ১৯৭৫ সালে জাতির জনককে সপরিবারে হত্যা করা হলেও বিদেশে থাকার কারণে শেখ হাসিনা এবং শেখ রেহানা প্রাণে বেঁচে যান। সূত্র: জাগো নিউজ